নিরাপদ প্রজননের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ।
Published : 17 Oct 2023, 03:16 PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে দুই জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ১২টার দিকে উপজেলার চরবহরমপুর এলাকায় সুগন্ধা নদীতে অভিযান চালানো হয় বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
দণ্ডিতরা হলেন- ওই উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা লিটন হাওলাদার (২৭) এবং রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. শুভ (২৩)।
মৎস্য কর্মকর্তা রিপন বলেন, সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে প্রথমে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের আদালতে তাদের দুইজনকে হাজির করে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই মৎস্য কর্মকর্তা।
এর আগে নিরাপদ প্রজননের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। ২২ দিনের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।