গত দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের জলসীমায় জ্বালানিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের তৃতীয় ঘটনা এটি।
Published : 13 Oct 2024, 09:23 AM
চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন দুটি জাহাজে অগ্নিকাণ্ডের পর এবার কক্সবাজারের কুতুবদিয়ায় এলপিজিবাহী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার রাত পৌনে ১টার দিকে কুতুবদিয়ার উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে ‘সুফিয়া’ নামের ওই লাইটারেজ জাহাজে আগুন লাগে বলে কোস্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান।
খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একটি মেটাল শার্ক এবং চারটি অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল এ কাজে অংশ নেয়।
মুনিফ তকি বলেন, “দুর্ঘটনা কবলিত জাহাজটির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্টগার্ডে জাহাজ এবং ক্রুদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর জাহাজ। কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নই। “
কীভাবে ওই জাহাজে আগুন লাগল বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি কোস্ট গার্ড কর্মকর্তা।
জাহাজটি চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল বলে তথ্য দিলেও জাহাজটি কোন দেশ থেকে এসেছিল এবং কী পরিমান এলপিজি তাতে ছিল, কতজন ক্রু ওই জাহাজে ছিলেন, সেসব তথ্যও তিনি জানাতে পারেননি।
রোববার ভোর রাত ৪ টা পর্যন্ত জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানান খন্দকার মুনিফ তকি।
গত দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের জলসীমায় জ্বালানিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের তৃতীয় ঘটনা এটি।
গত ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন 'বাংলার জ্যোতি' নামের একটি অয়েল ট্যাংকারে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়।
এরপর ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে 'বাংলার সৌরভ' নামের আরেকটি তেলবাহী জাহাজে আগুন লাগে। ওই জাহাজটিও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন।
পুরনো খবর
'বাংলার জ্যোতির' পর এবার অয়েল ট্যাংকার 'বাংলার সৌরভে' আগুন
এমটি বাংলার জ্যোতিতে আগুন: তিন লাশ উদ্ধার