দিনাজপুরে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টেশন মাস্টার জানান, ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্লাটফর্মের নিচে পড়ে যান শফিকুল।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2024, 11:36 AM
Updated : 9 March 2024, 11:36 AM

দিনাজপুরের বিরামপুর উপজেলায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিরামপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলেন স্টেশন মাস্টার আনন্দ কুমার জানান।

নিহত শফিকুল ইসলাম (৪০) উপজেলার পূর্ব জগন্নাথপুর নতুন বাজার এলাকার হাসান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় কাপড়ের ব্যবসা করেন এবং পরিবারসহ সেখানেই বসবাস করতেন।

বিরামপুর রেল স্টেশন মাস্টার আনন্দ বলেন, ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন ছেড়ে যাওয়ার সময় শফিকুল চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্লাটফর্মের নিচে পড়ে যায়।

“এতে ট্রেনের ধাক্কায় শরীরের বিভিন্ন অংশ থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, শফিকুল বিরামপুরে একটি মাহফিলে এসেছিলেন এবং মাহফিল শেষে ঢাকায় ফিরে যেতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।