পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রয়েছেন।
Published : 11 Feb 2025, 04:00 PM
বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের গণমাধ্যম (মিডিয়া উইং) শাখার পুলিশ পরিদর্শক মো. শাহিদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন।
পুলিশ জানায়, তাদের মধ্যে মোংলা থেকে ৩ জন, মোরেলগঞ্জ থেকে ৩ জন, শরণখোলা থেকে ২ জন, রামপাল থেকে ৫ জন, কচুয়া থেকে ৬ জন, মোল্লাহাট থেকে ১ জন, ফকিরহাট থেকে ৪ জন, ও চিতলমারী থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রয়েছেন।
পুলিশ পরিদর্শক শাহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, “বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী যৌথভাবে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করছে।
“ওই অভিযানে গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও মাছের ঘের দখলের অভিযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।”
দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।