“মরদেহের সঙ্গে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।”
Published : 20 Jan 2025, 04:11 PM
মাগুরা সদর উপজেলায় এক মোটর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার জাগলা চারাবটতলা থেকে সোমবার রফিকুল ইসলাম রোমান নামের ওই শ্রমিকের লাশ উদ্ধারের খবর জানিয়েছেন মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী।
৩৮ বছর বয়সী রোমান সদর উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পারলা গ্রামের আক্কাস মোল্ল্যার ছেলে।
স্থানীয়রা জানান, রফিকুল রাতে মোটরসাইকেল করে যাত্রী আনা নেওয়া করতেন। রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে রফিকুল যাত্রী নিয়ে জাগলা এলাকায় যায়। সকালে ফজরের আজানের সময় স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধোর করে।
ওসি আয়ুব আলী বলেন, “রফিকুলের মরদেহের সঙ্গে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা জায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সস্পর্কে জানা যাবে।”