মাছের রেনু আনতে আলিকামোড়া গ্রামে গিয়েছিলেন জামসেদ ও শাহজালাল।
Published : 20 May 2024, 04:48 PM
কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান।
নিহতরা হলেন- চান্দিনা পৌরসভার ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৬) এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)।
স্থানীয়দের বরাতে ওসি আহাম্মদ সনজুর বলেন, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনতে আলিকামোড়া গ্রামে গিয়েছিলেন জামসেদ ও শাহজালাল। পিক আপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুইজন মোটরসাইকেলে করে বাড়ি দিকে যাচ্ছিল।
“তারা ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জামসেদ ও শাহজালাল মারা যান “
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।