অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
Published : 07 Nov 2024, 04:22 PM
নাটোর সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর সাত দিন পর সাইদুর রহমান ওরফে বাবু নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
বুধবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান জানান।
মৃত সাইদুর রহমান বাবু (৪৫) নাটোর সদরের দরাপপুর এলাকার মতিন মাস্টারের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম তারা এ ঘটনায় জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গালসহ ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি।
সাইদুরের আরেক ভাই স্থানীয় কৃষক লীগ নেতা শহিদুল ইসলাম নান্নু বলেন, “গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সাইদুর ও আমাদের বাড়িঘরে হামলা হয়। এরপর থেকে আমরা আত্মগোপনে ছিলাম। গত ৩০ অক্টোবর বেলা ১২টার দিকে দরাপপুর এলাকার একটি বাড়ি থেকে দুর্বৃত্তরা সাইদুরকে ধরে দরাপপুর বাজারে নিয়ে যায় ।
“সেখানে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যেই তাকে রড ও লাঠি দিয়ে পেটানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই দিন বিকালে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাইদুরের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
মামলার বিষয়ে কথা বলতে জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গালের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।