সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্য শুচিতা শরমিনকে পদত্যাগের জন্য ১৭ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
Published : 27 Nov 2024, 09:53 PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ট্রেজারারের যোগদানে শিক্ষার্থীদের বাধার মধ্যে পদত্যাগপত্র দিয়েছেন প্রক্টর। এ ছাড়া উপাচার্য শুচিতা শরমিনকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে প্রক্টর রাহত হোসাইন ফয়সাল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।
এ ছাড়া বিকালে ক্যাম্পাসে শিক্ষার্থীরা এক মতবিনিময় সভা করে পদত্যাগের জন্য উপাচার্যকে ১৭ ঘণ্টার আল্টিমেটাম দেন বলে জানান ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশারফ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানান, বুধবার কর্মদিবসের শুরুতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রাহত হোসাইন ফয়সাল পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে উপাচার্য ঢাকায় থাকায় এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
পদত্যাগের বিষয়ে রাহত হোসাইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে পদত্যাগপত্রে তিনি সম্প্রতি তার পায়ের আঙ্গুলে অস্ত্রোপচার করার বিষয়টি উল্লেখ করেছেন।
উপাচার্যের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম
সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্য শুচিতা শরমিনকে পদত্যাগের জন্য ১৭ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোশারফ হোসেন বলেন, “বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ‘স্বৈরাচার’ উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর আন্দোলনের পাশাপাশি উপাচার্যের বাসভবন ঘেরাও করা হবে।”
শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য ‘জুলাই বিপ্লব’ ধারণ করেননি। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করেছেন তিনি।
বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মতবিনিময় সভায় উপাচার্যের পদত্যাগে একদফা দাবির সিদ্ধান্তে নেয় শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “রাতে বিষয়টি শুনেছি। আমি চাই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত থাকুক। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কীভাবে স্বাভাবিক রাখা যায় সেই চেষ্টা করব। কাল (বৃহস্পতিবার) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের চাহিদা অনুযায়ী সব কিছু করার চেষ্টা করব।”
২৬ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক শুচিতা শরমিন।