সকালে কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Published : 10 Dec 2024, 02:06 PM
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভৈরব হাইওয়ে থানার এসআই হেলাল উদ্দিন জানান।
নিহতরা হচ্ছেন- উপজেলার দাড়িয়াকান্দি এলাকার অটোরিকশার চালক কালু মিয়া (৪২) এবং যাত্রী রামদী ইউনিয়নের বড়চরা গ্রামের মো. হেলাল মিয়া (৪৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, অটোরিকশায় করে চার যাত্রী ভৈরব থেকে কটিয়াদী যাচ্ছিলেন। মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আহত তিনজনকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
সকাল ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানায় পুলিশ।