পটুয়াখালী পৌরসভায় আবারও মেয়র হলেন মহিউদ্দিন

তিনি নিকটতম প্রার্থীকে ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2024, 04:14 PM
Updated : 9 March 2024, 04:14 PM

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আবারও মেয়র হয়েছেন মহিউদ্দিন আহমেদ।

শনিবার দিনভর ভোট শেষে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

বেসরকারি ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ জগ মার্কায় পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম মোবাইল ফোন মার্কায় পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।

নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর চারজন হলেন- মহিউদ্দিন আহমেদের স্ত্রী মারজিয়া আক্তার, আবুল কালাম আজাদ, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. এনায়েত হোসেন এবং নাসির উদ্দিন খান।

এই পৌরসভায় মোট ভোটার ৫০ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৯৪৭ এবং নারী ভোটার ২৬ হাজার ৭৫০। এ ছাড়া দুইজন হিজড়া ভোটার।