মৎস্য সংরক্ষণ আইনে তিন জেলেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
Published : 28 Oct 2023, 02:32 PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় তিন জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে উপজেলার সুগন্ধা নদী সংলগ্ন অনুরাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রী।
দণ্ডিতরা হলেন- ওই উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা মো. সহিদ খন্দকার (৪০), নলছিটি পৌর এলাকার ছোরাপ আকন (৩২) ও সুমন হাওলাদার (২৯)।
মৎস্য কর্মকর্তা রমনি বলেন, এ নিয়ে উপজেলায় সাত জেলেকে দণ্ড দেওয়া হলো। অভিযানের সময় এক হাজার দুইশ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
তিনি আরও বলেন, এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
মৎস্য সংরক্ষণ আইন ১৯৮৫ এর বিধিমালা অনুযায়ী তিন জেলেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।