সরিষাবাড়ী উপজেলা সম্মেলনে আজিম উদ্দিন আহমেদকে সভাপতি ও ফরিদুল কবির তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
Published : 13 Feb 2025, 01:40 AM
শেখ হাসিনা ১৫ বছরে ‘এরশাদ, হিটলার, মুসোলিনি’ সবাইকে ছাড়িয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে ‘লেজ গুটিয়ে’ পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল।
তিনি বলেছেন, “মানুষকে দেবতা বানাতে যাবেন না। ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবকে দেবতা বানানোর চেষ্টা করা হয়েছিল, তার পরিণতি সবই জানেন। স্বৈরাচার শেখ হাসিনাও গত ১৫ বছরে এরশাদ, হিটলার, মুসোলিনি সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে লেজ গুটিয়ে পালাতে হয়েছে।”
বুধবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ময়দানে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোহেল বলেন, “আমরা একটি সুষ্ঠু ভোটের দাবি জানিয়েছিলাম, আমাদের কথা মানলে তার এ পরিণতি হতো না। যারা মানুষের ভোটাধিকার ধ্বংস করেছে, তাদের কোনো ভোট এদেশে হবে না। যারা পালিয়ে গেছেন এবং ভোটে আসতে চান, তারা ইচ্ছে করলে ভারতের মাটিতে ভোট দিয়েন।”
তিনি আরও বলেন, “যারা আমাদের টোকা দিয়ে দেখেন, তাদের বলি বিএনপিকে দুর্বল ভাববেন না। দীর্ঘদিন সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করেই বিএনপি টিকে আছে। যারা ভিন্ন চিন্তা করছেন, তারা হাত দিয়ে পাহাড় ঠেলবেন না।
“জনগণ কখনো ভোট দিতে ভুল করে না। ওপারের দাদাবাবুরা আমাদের ক্ষমতায় বসাবে না। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের ভোটের অভাব কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না।”
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
ছয় বছর পর অনুষ্ঠিত এ উপজেলা সম্মেলনে আজিম উদ্দিন আহমেদকে সভাপতি ও ফরিদুল কবির তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।