সিলেট সিটি করপোরেশনের একজন কাউন্সিলর বলেন, টিলাগড় জামে মসজিদের সামনে ড্রেনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক; তখন এ ঘটনা ঘটে।
Published : 16 Jul 2024, 12:05 AM
সিলেট নগরীতে সিটি করপোরেশনের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে নগরীর টিলাগড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি মো. হারুনূর রশিদ চৌধুরী।
নিহত মুহিবুর রহমানের (৩৫) বাড়ি সুনামগঞ্জ জেলায়। তিনি সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, “টিলাগড় জামে মসজিদের সামনে ড্রেনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। তখন পাশের একটি বাউন্ডারি দেয়াল ধসে পড়ে শ্রমিক মুহিবুরের উপর। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
শাহপরাণ থানার ওসি জানান, নিহতের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।