চাল উদ্ধারের ঘটনায় খাদ্য গুদাম কর্মকর্তা এবং পুলিশ কোনও পক্ষই মামলা করেনি।
Published : 12 Mar 2023, 03:45 PM
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর শহর থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১২ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার রাতে বদরপুর এলাকার এক শ্রমিকের বাড়ি থেকে এসব চাল উদ্ধারের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরন্নবী।
এ ঘটনায় ইউএনও খাদ্য গুদাম কর্মকর্তা এবং পুলিশকে মামলা করার নির্দেশ দিলেও এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।
ইউএনও মো. নুরন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্রমিক রফিক কাজীর বাড়িতে খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করা হয়েছে।
“পরে অভিযান চালিয়ে রফিক কাজীর দাদা শাহ আলম কাজীর ঘর থেকে ৫০ কেজি ওজনের ১২ বস্তা চাল উদ্ধার করি।”
ইউএনও আরও বলেন, ঘটনাস্থলে আরও চাল ছিল। ধারণা করা হচ্ছে, অভিযানের খবর পেয়ে বাকি চাল সরিয়ে নেওয়া হয়েছে।
“খাদ্য গুদামের চাল পাচারের একটি চক্র রয়েছে। তদন্ত করে সেই চক্রের সকলকে আইনের আওতায় আনা প্রয়োজন।”
মো. নুরন্নবী জানান, জব্দ তালিকা করার নিয়ম পুলিশের থাকলেও, তিনি তালিকা তৈরি করে থানায় হস্তান্তর করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা এক ভিডিওতে দেখা যায়, শ্রমিক রফিক কাজীর দাদা শাহ আলম কাজী বলছেন, তার নাতি রফিক কাজী গোডাউনে কাজ করেন। শনিবার সন্ধ্যায় তার ঘরে চাল এনে রেখেছেন।
খাদ্য গুদামের কর্মকর্তা শেখ মুনির মোর্শেদ মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রফিক কাজী গুদামের তালিকাভুক্ত শ্রমিক নন। আমি ছুটিতে আছি। গুদামের চাবি আমার কাছে।
“চাল কোথা থেকে এসেছে আমার জানা নেই। তাই এ ঘটনায় আমি মামলা করবো না।”
ওসি মো. শফিকুল ইসলাম মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি।
পুলিশ বাদী হয়ে মামলা করবে কি-না জানতে চাইলে ওসি সংযোগ কেটে দেন।