শনিবার গভীর রাতে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকায় এ ঘটনা ঘটে।
Published : 27 Oct 2024, 03:51 PM
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান।
নিহত জাহাঙ্গীর আলম (২৮) আলমডাঙ্গা উপজেলায় কেদারনগর গ্রামের বাসিন্দা।
নতুন সুতাইল গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে তাদের বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। এ সময় তিন-চারজন বাড়িতে চুরি করার জন্য ঢুকে। চুরি করে পালানোর সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন তাদের ধাওয়া দেয়।
তখন বাকিরা পালিয়ে গেলেও একজন স্থানীয়দের হাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, “চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও ছয়টি চুরির মামলা রয়েছে। তার মা ও ভাই লাশ বুঝে নিতে এসেছেন।