ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক বছর এবং তিনজনকে ছয়মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
Published : 19 Feb 2024, 11:11 AM
টাঙ্গাইল শহরে একটি পরিত্যক্ত ভবনে মাদক সেবন করায় একজনকে এক বছরের এবং তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে শহরের ভাসানী হলের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয় বলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান।
এক বছরের দণ্ডিত উদয় কর্মকার (৩৫) সদর উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা। ছয় মাসের দণ্ডিতরা হলেন- ওই উপজেলার বেড়াডোমা গ্রামের রবিদাস মেহতা (৪৬), বীর পুষিয়া গ্রামের মো. হোসেন মিয়া (২৯) এবং বেলটিয়া বাড়ী গ্রামের মো. ফজলু (৪২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল বলেন, “শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসার খবর পেয়েছি। মঙ্গলবার সকালে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়।”
এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক বছরের এবং তিনজনকে ছয়মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসময় অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের একটি দল।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৩ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]