প্রকৃতিতে ঘড়িয়াল একটি ‘মহাবিপন্ন’ জলজ প্রাণী।
Published : 15 Apr 2025, 07:35 PM
প্রকৃতিতে মহাবিপন্ন জলজ প্রাণী ঘড়িয়াল সংরক্ষণে রাজশাহীর পবায় চালু হল প্রজনন কেন্দ্র।
পবা নার্সারির একটি পুকুরে গড়ে তোলা হয়েছে এই কেন্দ্রটি, যা পরিচালিত হচ্ছে সামাজিক বন বিভাগের অধীনে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর সাফারি পার্ক থেকে এনে একটি পুরুষ ও একটি স্ত্রী ঘড়িয়াল সেখানে অবমুক্ত করা হয় বলে
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী জানান।
কেন্দ্রটি উদ্বোধনে গিয়ে তিনি বলেন, “নদী দূষণ, নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার ও খাদ্যের অভাবে ঘড়িয়াল প্রায় বিলুপ্তির পথে। এই প্রজনন কেন্দ্র ঘড়িয়াল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আমীর হোসাইন বলেন, “ঘড়িয়াল একটি শান্ত স্বভাবের জলজ প্রাণী। এটি বাংলাদেশের বন্যপ্রাণী আইন অনুসারে সংরক্ষিত এবং আন্তর্জাতিকভাবে সাইটিসর অ্যাপেন্ডিক্স-১ তালিকাভুক্ত একটি প্রাণী।”
দেশে ঘড়িয়াল সংরক্ষণের চেষ্টা নতুন নয় জানিয়ে তিনি বলেন, “২০১৭ সালে রাজশাহীর চিড়িয়াখানায় নেওয়া হয়েছিল প্রজননের উদ্যোগ, যেখানে ‘পদ্মা’ নামে একটি স্ত্রী ঘড়িয়ালের সঙ্গে ‘গড়াই’ নামে একটি পুরুষ ঘড়িয়ালকে রাখা হয়। তবে অনুপযোগী পরিবেশের কারণে প্রজনন সম্ভব হয়নি।”
এ সময় উপ প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্ল্যা পাটওয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এম সালেহ রেজা, আইইউসিএনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবিএম সরোয়ার আলম এবং সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ, রাজশাহীর চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিলেন।