“তিনটি লাশ পুরুষের। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে।”
Published : 05 Aug 2024, 09:42 PM
বরিশালের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বাসভবন থেকে অগ্নিদ্বগ্ধ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার রাত ৮টার দিকে নগরের কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবন থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন জানিয়েছেন।
তবে মৃতদের কারো নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার উজ্জ্বল খান বলেন, “বরিশালের সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র দোতলা বাসভবনের সিঁড়ির ওপর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
তিনটি লাশ পুরুষের। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে।”
লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে ঘটনার পর কোতোয়ালি থানায় খবর দেওয়া হলেও পুলিশ আসেনি। পরে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এর আগে বেলা তিনটার দিকে সেরনিয়াবাত ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। সন্ধ্যার পর ফায়ার সার্ভিস সদস্যরা বাসায় প্রবেশ করার সুযোগ পায়। তখন লাশের সন্ধান পায় তারা।
সরেজমিনে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়ার পর কিছু লোকজন সেরনিয়াবাত ভবনের যা পেয়েছে, নিয়ে যাচ্ছে।