‘বাইক থেকে ফেলে বিকাশকর্মীর ১৫ লাখ টাকা ছিনতাই’, আটক ৩

পুলিশ জানায়, বাইকে থাকা তিন ছিনতাইকারী পেছন থেকে ধাক্কা দিয়ে বিকাশ এজেন্টদের বাইকটিকে ফেলে দেয়।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 01:53 PM
Updated : 19 March 2023, 01:53 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে বিকাশ কর্মীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক ও ৭ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করতে সমর্থ হয়।  

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষ্মীমোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে কচাকাটা থানার ওসি গোলাম মর্তুজা জানান।

আটকরা হলেন- নাগেশ্বরীর বোয়ালের ডারা এলাকার আজিজুল হকের ছেলে খাদেমুল ইসলাম; মন্ত্রীটারী দীঘিরপাড় এলাকার শশীমোহন বর্মণের ছেলে প্রসেনজিৎ ও মোন্নাফ।

ওসি গোলাম মর্তুজা জানান, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্সের কর্মী শ্রী শুভ কুমার রায় এবং বিদ্যুৎ চন্দ্র বর্মণ।

তাদের দেওয়া তথ্যে ওসি জানান, রোববার সকাল সাড়ে ১১ দিকে ভূরুঙ্গামারী থেকে ১৫ লাখ টাকা নিয়ে বাইকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন ওই দুই বিকাশ কর্মী। এ সময় বন্দরের লক্ষ্মীমোড় এলাকায় অপর একটি বাইকে থাকা তিন ছিনতাইকারী পেছন থেকে ধাক্কা দিয়ে তাদের (বিকাশ এজেন্ট) বাইকটিকে ফেলে দেয় । তখন ছিনতাইকারীরা এজেন্টের কাছে থাকা টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যান। তাদের ব্যাগে ১৫ লাখ টাকা ছিল। পরে তারা ৯৯৯ নম্বরে কল দেন।

“কল পেয়ে কচাকাটা ও ভূরুঙ্গামারী থানা পুলিশ যৌথভাবে অভিযানে নামে।”

বিকালে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা এলাকা থেকে ওই তিনজনকে আটক ও ৭ লাখ ৬০ হাজার উদ্ধার করা হয় বলে ওসি গোলাম মর্তুজা জানান।