“২০১৭ সালের ২৩ মার্চ মেয়র পৌরসভার কর্মচারী নিয়োগের নিয়মনীতি প্রতিপালন না করে এক কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৫৩ টাকা গ্রহণ করেন।”
Published : 07 Jul 2024, 08:58 PM
বাগেরহাট পৌরসভায় জনবল নিয়োগে আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ১৫ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম তাদের কারাগারে পাঠান বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী।
এর আগে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক দীর্ঘ শুনানি শেষে আবেদন নাকচ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি আসামিপক্ষের আইনজীবী একে আজাদ ফিরোজ টিপুর নেতৃত্বে ৬০ জন শুনানিতে অংশ নেন।
আসামিরা হলেন, দিপু দাস, নিতাই চন্দ্র সাহা, অপূর্ব কুমার পাল, মো. মেহেদী হাসান, মো. আসাদুজ্জামান, মো. সাব্বির মাহমুদ, পারভীন আক্তার, জ্যোতি দেবনাথ, মো. মারুফ বিল্লাহ, বালি শফিকুল ইসলাম, শারমিন আক্তার বনানী, মো. হাচান, হাসনা আক্তার, মো. জিলানী এবং তানিয়া।
তারা সবাই বাগেরহাট পৌরসভার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। বর্তমানে এরা সবাই বরখাস্ত রয়েছেন।
এই মামলার প্রধান আসামি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান আদালতের জামিনে রয়েছেন। অন্য দুই আসামি সেতু পাল পূজা ও মো. সৌদি করিম পলাতক।
মেয়র খান হাবিবুর রহমান ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি নিম্ন আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠায়। তিনি বাগেরহাট জেলা কারাগারে এক মাসের বেশি সময় কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাট জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহরিয়ার জামিল বলেন, ২০১৭ সালের ২৩ মার্চ মেয়র খান হাবিবুর রহমান পৌরসভার কর্মচারী নিয়োগের নিয়মনীতি প্রতিপালন না করে এক কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৫৩ টাকা গ্রহণ করেন।
এর মধ্যে ব্যাংক থেকে এক কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করার প্রমাণ পেয়ে ২০২১ সালের ২৫ নভেম্বর দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ পৌর মেয়রসহ ১৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন।
“দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ ১৮জন কর্মচারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করি।”
গত ২৬ জুন শুনানি শেষে আদালত এই মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।