ব্যবসায়ীদের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিসের’ প্রতিশ্রুতি মেয়র প্রার্থী আতাউরের

ট্রেড লাইসেন্স পেতে ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হয়, উৎকোচ গুনতে হয় বলে অভিযোগ করেন হাতপাখার এই প্রার্থী।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 05:01 AM
Updated : 15 May 2023, 05:01 AM

গাজীপুর সিটি করপোরেশনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান ব্যবসায়ীদের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।  

রোববার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানা এলাকার ওয়ার্ডগুলোতে গণসংযোগকালে পথসভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, “গাজীপুর সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স দিয়ে ট্রেড লাইসেন্স নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। কিন্তু ১১ থেকে ১৪ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্সের কারণে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স গ্রহণ করতে নিরুৎসাহিত হচ্ছেন। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের হোল্ডিং ট্যাক্স ৫ থেকে ৭ শতাংশে আনার পদক্ষেপ নেওয়া হবে।

ট্রেড লাইসেন্স পেতে ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হয়, উৎকোচ গুণতে হয় এমন অভিযোগ করে হাতপাখার এই প্রার্থী বলেন, “আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করব। ফলে ব্যবসায়ীদের আর উৎকোচ দিয়ে ট্রেড লাইসেন্স করতে হবে না। ব্যবসায়ীদের প্রশাসনিক হয়রানি করতে দেওয়া হবে না।

“শিল্প সেক্টরে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করব।”

২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।