ওই এলাকার ওষুধের অন্য দোকান মালিকদের অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের সেলিমুজ্জামান।
Published : 15 Dec 2023, 05:07 PM
নারায়ণগঞ্জ সদরে ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করার দায়ে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয় বলে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান।
তিনি বলেন, ওষুধের দোকান মনিটরিং করার সময় ফার্মেসি পয়েন্ট নামের একটি দোকানে ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকা বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ওই এলাকার ওষুধের অন্য দোকান মালিকদের অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের সেলিমুজ্জামান।
অভিযানে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]