স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ইয়াছিনসহ পাঁচ-ছয় জন ওই এলাকায় বিশুর বাড়ির পরিত্যক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করত।”
Published : 28 Sep 2024, 04:44 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক যুবকের হাত-পা ভাঙা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার বল্লা পোস্ট অফিস পাড়া এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান।
নিহত ২৪ বছর বয়সী যুবক মো. ইয়াছিন আলী উপজেলার বল্লা সিংগাইর এলাকার দীন ইলাহির ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ইয়াছিনসহ পাঁচ-ছয় জন ওই এলাকায় বিশুর বাড়ির পরিত্যক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করত। শুক্রবার রাতেও সেখানে তাদের উপস্থিতি দেখতে পেয়েছিল স্থানীয়রা।
“পরে শনিবার সকালে বিশু মিয়ার স্ত্রী ঘরটির সামনে ওই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।”
ওসি আবুল কালাম ভূইয়া জানান, সুরতহালে দেখা যায় মরদেহের হাত-পা ভাঙা, এছাড়াও তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতও আছে।
কালিহাতী থানা পুলিশ ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।