“কিশোর গ্যাং এর গ্রুপটি ফেনী রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ডাকাতি, ছিনতাই, প্রাণনাশের হুমকি এবং মাদক সেবন করত বলে জানা যায়।”
Published : 15 May 2024, 01:42 PM
ফেনীতে একটি কিশোর গ্যাং এর প্রধানসহ পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটকের খবর জানিয়েছে র্যাব।
মঙ্গলবার গভীররাতে ফেনী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।
আটকরা হল- গ্যাং এর প্রধান কুমিল্লার চৌদ্দগ্রামের শাকতলা বেপারী বাড়ির মো. ফজলুর রহমানের ছেলে মো. তাজুল ইসলাম রিয়াজ (২৮), হবিগঞ্জের বানিয়াচং কুমড়ী নজিরপুরের মো. ইসমাইলের ছেলে মো. কামাল হোসেন (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতীর হারুনের ছেলে মো. ইমন (১৯), নোয়াখালী সদরের উদয় সাধুর হাটের বাহার মিয়ার ছেলে মো. বেলাল হোসেন সুমন (২০) ও কবিরহাটের কালামুন্সির মো. নবাব মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম বাবু (২০)।
আটকদের মধ্যে রিয়াজের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে একটি মামলা ও কামালের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে বলে র্যাবের ভাষ্য।
স্কোয়াড্রন লিডার সাদেকুল বলেন, “গোপন খবরে র্যাব জানতে পারে, কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে পিএনএফ (PNF) নামের কিশোর গ্যাং এর পাঁচ সদস্যকে আটক করে। পরে তাদের শরীরে তল্লাশি করে দুটি ধারালো স্টিলের ছুরি উদ্ধার করা হয়।
“কিশোর গ্যাং এর গ্রুপটি ফেনী রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সাধারণ কিশোরদের মারধর, প্রাণনাশের হুমকি এবং মাদক সেবন করত বলে জানা যায়।”
তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছে বলে জানান সাদেকুল ইসলাম।
র্যাবের এ কর্মকর্তা বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার আলামতসহ তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।