মাইমুনা পাঁচ মাসের গর্ভবতী ছিলেন বলে তার স্বজনরা জানান।
Published : 21 Jun 2024, 09:49 AM
কক্সবাজার শহরে পাহাড় ধসে এক ব্যক্তি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রাণ গেছে।
শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন জানান।
মৃতরা হলেন-ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০)।
আনোয়ার স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জেম ছিলেন। আর মাইমুনা পাঁচ মাসের গর্ভবতী ছিলেন বলে তার স্বজনরা জানান।
তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃতদের স্বজনদের বরাতে হেলাল উদ্দিন বলেন, “বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে আনোয়ার ও মাইমুনা নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টি হচ্ছিল।
“ভোর রাত ৩টার দিকে মুষলধারে ভারি বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে পাহাড়ের নিচে তাদের ঘরের উপর বড় এক খণ্ড মাটি পড়ে। এতে স্বামী-স্ত্রী দুজনই চাপা পড়ে মারা যান।”
পরে চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে মাটি চাপা অবস্থায় দুজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান পৌর কাউন্সিলার।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কক্সবাজার স্টেশনের সহকারী উপ-পরিচালক অতীশ চাকমা বলেন, ভোরে শহরের বাদশা ঘোনা এলাকায় এক ব্যক্তির বসত ঘরের ওপর পাহাড় ধসে মাটি চাপা পড়ার খবর দেয় স্থানীয়রা। পরে তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই স্থানীয় লোকজন স্বামী-স্ত্রীকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনা কবলিত ঘরটি পাহাড় ঘেঁষে খাদের নিচে তৈরি করা হয়েছে। ফলে পরিবারটি আগেই থেকেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছিল বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
তিনি বলেন, “ভারি বৃষ্টিপাতের সময় পাহাড় ধসে বড় এক খণ্ড মাটি ঘরে চলের ওপর পড়ে। এতে খাটে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী মাটি চাপা পড়ে।”