বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন মহাসড়ক দুই ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন তারা।
Published : 18 Jul 2024, 07:44 PM
সারাদেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও ‘কমপ্লিট শাটডাউনে’র অংশ হিসেবে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন মহাসড়ক দুই ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন তারা। এ সময় সেখানে প্রায় শতাধিক পুলিশ-বিজিবির উপস্থিতি লক্ষ্য করা যায়।
এর আগে বিক্ষোভরত শিক্ষার্থীদের বিনোদপুর বাজার সংলগ্ন রাস্তা হয়ে মিছিল করতে করতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে অবস্থান নিতে দেখা যায়। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের ‘আমার ভাইয়ের রক্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলো কই’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’- এসব বলে স্লোগান দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির হাসান, “আমাদের ভাই-বোনদের মৃত্যু বৃথা হতে কখনোই দেব না। প্রয়োজন হলে আমরাও জীবন দেব। গতকালও আমাদের ওপর পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। আমরা সবাই রাজপথে জীবন দিতে চাই। তবু আন্দোলনের যে দাবি রয়েছে, সেগুলো বাস্তবায়ন করে ছাড়বো।”