ঘটনাস্থলের পাশ থেকে নিহতের পরনের কাপড়, জাল ও কিছু মাছ উদ্ধার করা হয়েছে।
দিনাজপুরের সদর উপজেলার স্টেডিয়াম চত্বর থেকে এক কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কথা জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক গোলাম মাওলা।
১৮ বছর বয়সী শাহরিন আলম বিপুল আস্ককরপুর ইউনিয়নের বোর্ডেরহাট গোবিন্দপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি দিনাজপুর সরকারি সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
বিপুলের বড় ভাই শাহরিয়ার বাপ্পি বলেন, “শনিবার থেকে নিখোঁজ ছিল বিপুল। দুই দিনেও তার সন্ধান না পেয়ে রোববার রাতে কোতোয়ালি থানায় নিখোঁজের জিডি করা হয়। তিন দিনের মাথায় বিপুলের মরদেহ পেলাম।”
পরিদর্শক গোলাম মাওলা বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে; প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।