একদল মানুষের বিক্ষোভ ও দাবির মুখে গত শুক্রবার শাহপরাণের মাজারে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
Published : 10 Sep 2024, 11:32 AM
দেশের বিভিন্ন মাজার ও দরগায় হামলা-ভাঙচুরের ধারাবাহিকতায় এবার আক্রমণ হয়েছে সিলেটের হযরত শাহপরাণের (রহ.) মাজারে।
ওরস চলাকালে সোমবার রাত ৩টার দিকে ওই হামলার ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে আক্রমণ করে এবং ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হামলাকারীদের ঠেকাতে গিয়ে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন।
এ বিষয়ে কথা বলতে মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদকে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, “হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।"
একদল মানুষের বিক্ষোভ ও দাবির মুখে গত শুক্রবার শাহপরাণের মাজারে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সেদিন জুমার নামাজের পর আশপাশের লোকজন এসে মাজারের সামনে ‘ওরসের নামে নাচ-গান, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ’ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেন।
পরে বিকালে মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ এক ভিডিও বার্তায় গান-বাজনা নিষিদ্ধের ঘোষণা দেন।
তিনি বলেন, “দেশবাসীকে বলছি, মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হল। কেউ ঢোল-তবলা নিয়ে আসবেন না। এমনকি প্রতি বৃহস্পতিবার যে গান-বাজনার আয়োজন করা হয় তাও এখন থেকে বন্ধ থাকবে। কেউ যদি করার চেষ্টা করেন তাহলে আমরা তা প্রতিহত করব।”
প্রতি বছর ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর (৪, ৫ ও ৬ রবিউল আউয়াল) তিন দিনব্যাপী ওরসের আয়োজন করে মাজার কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রথম দিন খতমে কোরআন, দোয়া, জিকির আজকার এবং মিলাদ মাহফিল; দ্বিতীয় দিন গিলাফ চড়ানো, গরু কোরবানি, সারারাত জিকির আজকার, মিলাদ মাহফিল এবং ভোর ৪টায় ফাতেহা পাঠ করা হয়। শেষ দিন বাদ ফজর আখেরি মোনাজাতের পর তবারক বিতরণ করা হয়।