অভিযোগের বিষয়ে অধ্যক্ষ কথা বলতে রাজি হননি।
Published : 01 Feb 2025, 07:41 PM
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সরকারি বই বিক্রির অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম মামলাটি করেন বলে নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান।
মামলার নথি থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ একে এম ফজলুল হক ও প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণির কর্মচারী নুরুল ইসলাম প্রায় দেড় হাজার কেজি বই, পুরানো পাঁচটি টিউবওয়েল ও লোহার এংগেল স্থানীয় একটি ভাঙাড়ির দোকানে বিক্রি করেন।
এর মধ্যে ২০২২, ২০২৩, ২০২৪ এমনকি ২০২৫ সালের নতুন বইও বিক্রি করা দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন, “সরকারি বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এটি সরকারি বিধি পরিপন্থি। বিষয়টি জানার পর মামলা করেছি।”
এ বিষয়ে অধ্যক্ষ ফজলুল হক ও কর্মচারী নুরুল ইসলাম কোনো কথা বলতে রাজি হননি।
ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একটি এজাহার দিয়েছেন, যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।”