“আটক মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।"
Published : 16 Jan 2025, 08:19 PM
সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান।
তিনি বলেন, গোপন সংবাদে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, গরু, কিসমিস, জিরা, সাবান, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে।
“আটক মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।"
আটক চোরাচালানি মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর জানান।