স্থানীয়রা সামাজিক কবরস্থানে নিহতের লাশ দাফন করতে দেয়নি।
Published : 08 Aug 2024, 08:51 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি রিকশাভ্যানের দুই যাত্রীকে জিম্মি করে চালককে মারধরের সময় এক ডাকাতকে ধরে সাধারণ জনতা পিটিয়ে হত্যা করেছে।
শিবগঞ্জ উপজেলার দাইখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলমগীর জানান, বুধবার সন্ধ্যায় দিকে তার ইউনিয়নের কানসাট-ভোলাহাট সড়কের বাটা-কলমুগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত আফসার (২৮) ওই ইউনিয়ন পরিষদের কাশিয়াবাড়ি গ্রামের সাত্তারের ছেলে।
দাইখুরিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাদ্দাম হোসেন বলেন, “বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাটা-কলমুগাড়া এলাকায় বড়গাছি বাজারগামী একটি যাত্রীবাহী রিকশাভ্যানের পথ আটকায় সাত সদস্যের ডাকাত দল। ওই ভ্যানের আরোহী ছিলেন দুই নারী।
“এ সময় ডাকাতরা ওই দুই নারীকে রাস্তার পাশের একটি পরিত্যক্ত পুলিশ বক্সে জিম্মি করে এবং ভ্যানচালকে রাস্তার ওপরে মারধর করতে থাকে।
এ সময় ভ্যানচালক এক ডাকাতকে জাপটে ধরে চিৎকার শুরু করে বলে জানান তিনি।
সাদ্দাম বলেন, “একই সময় আরেকটি যাত্রীবাহী রিকশাভ্যান ঘটনাস্থলে আসে। পরে ওই রিকশাভ্যানের চালক ও যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন।এগিয়ে আসলে এ সময় ডাকাত দলের বাকিরা পালিয়ে গেলে আফসার নামে এক ডাকাতকে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়।”
থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় নিহতের পরিবার মরদেহ নিয়ে গেছে জানিয়ে এ ওয়ার্ড সদস্য বলেন, স্থানীয়রা সামাজিক কবরস্থানে নিহতের লাশ দাফন করতে দেয়নি। অন্য জায়গায় দাফন করা হয়েছে।