কক্সবাজারের টেকনাফে আড়াই কোটি টাকার ২০টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করার কথা জানিয়েছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বুধবার রাত ৮টার দিকে উপজেলার শাহ পরীর দ্বীপের কাছে নাফ নদীর পাড়ে কেওড়া বাগানে অভিযান চালিয়ে ওই সোনা উদ্ধার করা হয়।
আটক মো. ইয়াছ নূর (২২) শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার জাকারিয়া ছেলে। তার কাছে উদ্ধার করা সোনার বারগুলোর দাম আনুমানিক ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা ইফতেখার। এছাড়া নূরের কাছ থেকে পাঁচ কেজি কারেন্ট জালও জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিয়ানমার থেকে সোনার একটি বড় চালান বাংলাদেশে পাচার হবে। অভিযানের সময় দেখতে পাই এক ব্যক্তি হাতে মাছ ধরার জাল নিয়ে কেওড়া বাগানের ভিতর দিয়ে পায়ে হেঁটে বেড়ীবাঁধের দিকে আসছে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জালসহ তাকে আটক করা হয়।“
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও দুই জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।