Published : 20 Sep 2024, 03:47 PM
যশোরের অভয়নগর উপজেলায় তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মশরহাটি গ্রামের ভৈরব ব্রিজের পাশে এ ঘটনা ঘটে বলে অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম জানান।
নিহতের নাম মতিয়ার বিশ্বাস। বয়স ৪৫।
এ ঘটনায় আহত আব্দুল হালিম (৩৪) ও মনিরুল ইসলামকে (৩৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, “মশরহাটি গ্রামে ভৈরব ব্রিজের পাশে কয়েকটি বসতি রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে জখম করে চলে যায়।
“এ সময় চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মতিয়ারকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার বর্ণনায় নিহত মতিয়ারের স্ত্রী মিম খাতুন বলেন, “হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে ঢুকে করে আমার স্বামী, পাশের বাড়ির হালিম ও মনিরুলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে থাকে।
“তখন আমার স্বামী প্রাণ বাঁচাতে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে আবারও কোপায়। এরপর তার মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।”
কে বা কারা করেছে এ ঘটনায় জড়িত জানতে চাইলে ওসি আকিকুল বলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে।