স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
Published : 11 Nov 2024, 12:44 AM
গোপালগঞ্জ সদরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার রাতে তাদের গ্রেপ্তারের পর রোববার বিকালে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানো আদেশ দেন বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।
কারাগারে যাওয়ারা হলেন- সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ মোল্লা, টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম, সদর উপজেলার গোবরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এস এম আল আমিন, তার সহোদর সাদ্দাম শেখ এবং বিল্লাল শেখ।
ওসি সাজেদুর রহমান জানান, গোপন খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে চন্দ্রদিঘলিয়া থেকে ইউপি চেয়ারম্যান জাবেদ মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া থেকে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম এবং চরগোবরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোবরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এস এম আল আমিন ও তার সহোদর সাদ্দাম শেখ এবং বিল্লাল শেখকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির গাড়ি বহরে হামলা চালায়। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদারকে পিটিয়ে হত্যা করা হয়।
ঘটনার দুই দিন পর ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।