এদের সবাই সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাঁও বাজার এলাকার বাসিন্দা।
Published : 22 Apr 2025, 10:46 PM
কক্সবাজারে ‘রাজমিস্ত্রীর কাজ করতে এসে’ নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় ব্যক্তিকে টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের রাজারছড়া এলাকার একটি পাহাড় থেকে তাদের উদ্ধারের তথ্য দিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তবে এই ছয়জন কীভাবে নিখোঁজ হয়েছিলেন এবং কীভাবে তাদের উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানি ওসি।
তিনি বলেন, “এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”
এদিন দুপুরে টেকনাফ থানায় অভিযোগ জানান নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। তাদের অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে পুলিশ।
উদ্ধার হওয়া ছয় ব্যক্তি হলেন- রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) ও আব্দুল জলিল (৫৫)। তারা সবাই জকিগঞ্জের ঈদগাঁও বাজার এলাকার বাসিন্দা।
স্বজনদের অভিযোগের বরাতে পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল বিকালে তারা ‘কাজের খোঁজে’ কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেয়। পরের দিনও পরিবারের লোকজনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। কিন্তু তারপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
টেকনাফ থানার এসআই নাজমুল হাসান বলেন, “অভিযোগ পাওয়ার পরই পুলিশের একটি টিম কাজ শুরু করে। এরপর রাতে তাদের উদ্ধার করা হয়।”