বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি কামরুল।
Published : 07 Feb 2025, 05:06 PM
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের এক নেতাকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তার মো. কামরুল ইসলাম (৪৩) ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি কামরুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।
ওসি আমিনুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরির চর গ্রামে কামরুল ইসলামের অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, কামরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি ধামরাই থানাকে জানানো হয়েছে। ধামরাই থানা-পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হবে।