মঙ্গলবার মুরসালিনকে টিকা দিয়ে বাবার বাড়ি থেকে বুধবার স্বামীর বাড়িতে ফেরেন মা রুপা বেগম।
Published : 12 Sep 2024, 11:40 AM
নাটোর সদর উপজেলায় কান্নাকাটি করায় তিন মাস বয়সী সন্তানকে দেওয়ালে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ শারমিন নেলী।
মুরসালিন নামে ছেলেশিশুটির বাবা ইয়াসিন আলী। ইয়াসিন কৃষিকাজ করেন।
পরিবার ও এলাকাবাসীর বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মঙ্গলবার মুরসালিনকে টিকা দিয়ে বাবার বাড়ি থেকে বুধবার স্বামীর বাড়িতে ফেরেন মা রুপা বেগম। দুপুরে রান্না-বান্না করে ছেলেকে রেখে পাশের বাড়িতে পানি আনতে গিয়েছিলেন তিনি।
“এ সময় শিশুটি কান্না-চিৎকার শুরু করলে রেগে গিয়ে বাবা ইয়াছিন আলী বাচ্চাটিকে ইটের দেয়ালে আছাড় দেয়। পানি নিয়ে বাড়িতে ফিরে মা রুপা বেগম দেখেন শিশুটি অচেতন, মাথা ও নাক-মুখে আঘাতের চিহ্ন।”
পরে স্থানীয়রা শিশুটিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা খলিল বলেন, “রাস্তায় ছোট ভাইয়ের বৌয়ের সঙ্গে দেখা। কান্নাকাটি করে বলছে- ‘ভাই আমার ছাওয়ালেক বাঁচান। আমার ছাওয়ালেক মাইরে ফেলছে।’ তারপর হাসপাতালে নিলে ডাক্তাররা বলে বাচ্চাটি মারা গেছে।”
কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “স্থানীয় নারী ইউপি সদস্যের কাছে বিকালে শিশুটির মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গেলে বাড়িটিতে অনেক মানুষের ভিড় দেখতে পাই।
“মানুষ ক্ষিপ্ত হওয়াতে আরেকটি দুর্ঘটনার শঙ্কায় শিশুর বাবাকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। শিশুটির মৃত্যু নিয়ে তাকে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করে, শিশুটি পড়ে গেছে বলে জানায়।
“পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া একজনের থেকে জানতে পারি, মাথায় কয়েক জায়গায় বড় বড় হয়ে ফুলে (আঘাতের চিহ্ন) রয়েছে। যা স্বাভাবিকভাবে পড়ে গেলে হওয়ার কথা না। এরপর তাকে আবার জিজ্ঞাসা করা হলে এক পর্যায়ে সন্তান হত্যার কথা স্বীকার করে।”
পুলিশ কর্মকর্তা নেলী আরও বলেন, পুলিশ শিশুটির বাবাকে আটক করেছে। শিশুটির ময়নাতদন্ত করা হবে। এরপর তদন্ত করে প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা জানা যাবে।