আধিপত্য বিস্তার দ্বন্দ্বে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৩

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল বলে জানায় পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2024, 05:23 AM
Updated : 28 March 2024, 05:23 AM

নেত্রকোণার মদন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আলমশ্রী ও পাঁচগাও গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে বলে মদন থানার ওসি তাওহিদুর রহমান জানান।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মাঝে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এসময় অনেকেই আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা করায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]