পুলিশ বলছে, তারা ইয়াবাগুলো নরসিংদী শহরে বিক্রির জন্য নিয়ে এসেছিল।
Published : 12 Feb 2024, 07:34 PM
নরসিংদীতে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
নরসিংদী পৌর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে থেকে রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া মধুহানিলা এলাকার শফিক আহম্মেদ (৩৬), নরসিংদীর রায়পুরার বাঘাইকান্দি এলাকার মো. পাভেল (৩৩) এবং চরআড়ালিয়া এলাকার হাবিবুর রহমান হাবিব (৪০)।
ডিবির ওসি খোকন চন্দ্র সরকার সোমবার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা ইয়াবাগুলো নরসিংদী শহরে বিক্রির জন্য নিয়ে এসেছিল।
সোমবার সদর মডেল থানায় তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।