শরীয়তপুরে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত ৬

পুলিশ জানায়, এ ঘটনায় আহতের মধ্যে একজনকে শিবচর ও বাকিদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2023, 03:12 PM
Updated : 16 April 2023, 03:12 PM

শরীয়তপুরের জাজিরায় বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

রোববার সকালে জাজিরার নাওডোবা চত্বর এলাকার ভাঙ্গামুখী এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে বলে পদ্মা সেতু দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ জানান।

নিহত অটোরিকশা চালক লাক্কু মাদবর (৩২) জাজিরার পশ্চিম নাওডোবা ইউনিয়নের মেছের আলী মুন্সীরকান্দি এলাকার আব্দুল মালেক মাদবরের ছেলে। 

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে পদ্মা সেতু পার হয় বসুমতী পরিবহনের একটি বাস। এ সময় যানটি নিয়ন্ত্রণ হারিয়ে নাওডোবা গোলচত্বর এলাকায় রাস্তার পাশে অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে থাকা লাক্কু মাদবরসহ পথচারীদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই লাক্কু মারা যান ও ছয় পথচারী আহত হন।

আহতের মধ্যে একজনকে শিবচর ও বাকিদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম জানান, বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়েছেন।

উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক সহায়তা তহবিল থেকে লাক্কু মাদবরের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান জাজিরার ইউএনও মো. কামরুল হাসান সোহেল।