বজ্রপাতে সুনামগঞ্জে কৃষক, কিশোরগঞ্জে কিশোর নিহত

মাঠে গরু আনতে গিয়ে কৃষক এবং ফুটবল খেলার সময় কিশোর প্রাণ হারায়।

সুনামগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 05:44 PM
Updated : 1 June 2023, 05:44 PM

বজ্রপাতে সুনামগঞ্জের ধর্মপাশায় এক কৃষক এবং কিশোরগঞ্জের নিকলীতে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ও সন্ধ্যায় এ দুজনের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও পুলিশ জানায়।

নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজাপুর আদর্শ গুচ্ছ গ্রামের বাসিন্দা কাচাধন মিয়া এবং কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শাহ আলমের ছেলে সারওয়ার আলম (১২)।

ধর্মপাশা সুখাইর রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন জানান, সন্ধ্যায় উপজেলার দৌলতপুর গ্রামের মাঠ থেকে গরু আনতে যান কাচাধন। গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে তিনি সড়কে অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ কাচাধনের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে; পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানান চেয়ারম্যান।

এদিকে, স্থানীয়দের বরাত দিয়ে কিশোরগঞ্জের নিকলী থানার ওসি সারোয়ার জাহান জানান, বিকালে উপজেলার গুরই ইউনিয়নের চেত্রা লম্বা হাটি গ্রামের মাঠে ফুটবল খেলতে যায় সারওয়ার। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে সে আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।