“দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের! ঝকঝকে দেখুন, সনি-স্মার্টের সাথে”- স্লোগানে রোববার থেকে দুই দিনব্যাপী এই ক্যাম্প শুরু হয়েছে।
Published : 16 Feb 2025, 05:31 PM
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকার স্মার্ট একাডেমি এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জাপানের সনি’র ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় স্মার্ট ফাউন্ডেশন এ আয়োজন করেছে।
“দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের! ঝকঝকে দেখুন, সনি-স্মার্টের সাথে” এ স্লোগানে সোমবারও দিনব্যাপী চলবে এই কার্যক্রম।
এতে রোগীদের চোখের পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়ার পাশাপাশি বাছাইকৃতদের ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট লেন্স ব্যবহার করে ব্যথামুক্ত, সেলাইবিহীন ও রক্তপাত ছাড়া ছানি অপারেশনের ব্যবস্থা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
কর্মসূচির উদ্বোধন করেন স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মহাব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম সানজিদ, সনি-স্মার্টের উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান উপস্থিত ছিলেন।
চিকিৎসা নিতে আসা জাকির হোসেন বলেন, “টাকার অভাবে চোখের যত্ন নিতে পারিনি। এখন বাড়ির পাশে বিনামূল্যে সেবা পাওয়ার খবরে এসেছি। চিকিৎসক দেখানোর পর চশমা ও ড্রপ দিয়েছেন। এতে দুঃশ্চিন্তা কিছুটা কেটেছে।”
একই কথা জানান চিকিৎসাসেবা নিতে আসা ফাতেমা আক্তার।
সরজমিনে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন বয়সি নারী-পুরুষ ও শিশুরা চিকিৎসা নিতে আসেন স্মার্ট একাডেমির মাঠে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে তারা সারিবদ্ধ চেয়ারে অবস্থান নেন। পূর্বে রেজিস্ট্রেশন করা নম্বর অনুযায়ী রোগীরা চিকিৎসক দেখিয়ে প্রয়োজনীয় ওষুধ নিচ্ছেন।
জহিরুল ইসলাম বলেন, “স্মার্ট ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য রামগঞ্জের মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। আমরা নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা কর্মসূচি, বিশেষ করে প্রতিবছর তুরস্ক থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এসে এ অঞ্চলের শিশুদের জন্য বিনামূল্যে আধুনিক প্রযুক্তির সুন্নতে খতনার ব্যবস্থা করছি। এরই ধারাবাহিকতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচি আয়োজন করা হয়েছে।”
দুই দিনে দেড় হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগীদের চোখের পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হবে। বাছাইকৃত রোগীদের ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট লেন্স ব্যবহার করে ব্যথামুক্ত, সেলাইবিহীন ও রক্তপাত ছাড়া বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।”
এ ছাড়া বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের পাশাপাশি রামগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতসহ আনুষঙ্গিক ব্যবস্থা রয়েছে বলে জানান জহিরুল ইসলাম।