এছাড়া একটি মোটরসাইকেল, একটি হাতকড়া ও বেশকিছু ভারতীয় শাড়িও উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
Published : 12 Feb 2025, 08:46 PM
ব্রাহ্মণবাড়িয়ায় শর্টগানের ৬৭টি গুলিসহ জেলা গোয়েদা পুলিশ-ডিবির দুই কনস্টেবল গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের কাউতলী এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইকবাল হোছাইন বলেন।
বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, শাখাওয়াত হোসেন (২৯) ও সোহরাব হাসান (৩০)। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশের কনস্টেবল।
এ ঘটনায় মঙ্গলবার রাতে তাদের এসআই সোহেল আহমদ বাদী হয় সদর মডেল থানায় মামলা করেছেন বলে ডিবির ওসি শহীদুল ইসলাম জানান।
তিনি বলেন, শহরের কাউতলী এলাকার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম কোনে বীর মুক্তিযাদ্ধা কাজী মো. তাহসিনের বাসার চতুর্থ তালায় ওই দুই কনস্টেবল ভাড়া থাকতেন। সেখানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) ওবায়দুর রহমানের নেতৃত্বে তিনিসহ পুলিশ সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালান।
পরে তল্লাশি চালিয়ে শর্টগানের ৬৭টি গুলি ও একটি মোটরসাইকেল, একটি হাতকড়া ও বেশকিছু ভারতীয় শাড়িসহ শাখাওয়াত ও সোহরাবকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জব্দ মালামাল নিজেদের হেফাজতে রাখার বিষয়ে কোনো যৌক্তিক কারণ ও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দুই কনস্টেবল।
ডিবির ওসি শহীদুল ইসলাম আরো বলেন, “এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আপনারা পরে সব জানতে পারবেন।”
এ ব্যাপার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন বলেন, “তাদের কাছে গুলি রয়েছে জানতে পেরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ওপরের নির্দেশেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। নিয়ম অনুযায়ী তারা চাকরিচ্যুত হবেন।”