উদ্ধার হওয়া সোনার ওজন এক কেজি ৬৮ গ্রাম; যার বাজার মূল্য এক কোটি আট লাখ টাকা।
Published : 09 Jul 2024, 01:57 PM
যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় নয়টি সোনার বারসহ এক ‘কারবারীকে’ গ্রেপ্তার করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে শার্শা উপজেলার দৌলতপুর সীমান্তের ধগলীর মাঠ এলাকায় অভিযান চালানো হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার জানান।
গ্রেপ্তার মনোয়ার হোসেন (৫০) বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।
অধিনায়ক মোহাম্মাদ খুরশীদ বলেন, বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদে বিজিবির সদস্যরা নজরদারি বৃদ্ধি করেন।
“তারা সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৮০ আর পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধগলীর মাঠ এলাকায় অবস্থান নেন।”
তিনি বলেন, ওই সময় সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহল দলের সন্দেহ হয়। তখন বিজিবি সন্দেহভাজন মনোয়ার হোসেনকে আটক করে।
“পরে মনোয়ারের হাতে থাকা লাল রঙের একটি ব্যাগ তল্লাশি করে তার ভেতর নয়টি সোনার বার উদ্ধার করে। যার ওজন এক কেজি ৬৮ গ্রাম; এছাড়ার এর বাজার মুল্য ১ কোটি ৮লাখ ৮৬হাজার ১২৪ টাকা।”
এ ব্যাপারে মনোয়ারকে সংশ্লিষ্ট আইনি মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে। সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ জানান।