শফিকুল ইসলাম মাসুদকে ঘোষেরহাট বাজারে জখম করা হয় বলে জানায় পুলিশ।
Published : 15 Aug 2024, 07:15 PM
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহসমন্বয়ককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৮টার দিকে ছাত্রনেতা মো. শফিকুল ইসলাম মাসুদকে উপজেলার ঘোষেরহাট বাজারে জখম করা হয় বলে ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান।
শফিকুল ইসলাম মাসুদ (২৫) উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মো. শহিদ শিকদারের ছেলে। তিনি দৈনিক সকালের সময় পত্রিকার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেন।
পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল বলেন, “রাতে ঘোষেরহাট বাজারে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। এ সময় দোকানের সামনে এসে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইরশাজ শিকদার হঠাৎ কোনো কথাবার্তা ছাড়াই আমার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।”
শফিকুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা মো. ইরশাজ শিকদারের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।
ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, “রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি হাসপাতালে গিয়ে আহতের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”