শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে, গোমস্তাপুরে ভ্যানচালক এবং জেলা সদরে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
Published : 10 Dec 2024, 12:52 AM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আলাদা সড়কে বাবা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন।
সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে বাবা-ছেলে, গোমস্তাপুর উপজেলার তেতুলতলায় এক ভ্যানচালক এবং বিকালে জেলা সদরের হরিপুরে মোটরসাইকেল আরোহী মারা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার ধোবড়া গ্রামের মিজানুর রহমান (৫০) ও তার ছেলে সাগর আলী (২১)।
সাগরের মামাতো ভাই মো. বাদশা জানান, বাবা ও ছেলে মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাগর মারা যায়।
স্থানীয়রা মিজানুরকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি কিবরিয়া।
গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার বলেন, দুপুরে উপজেলার রহনপুর-আড্ডা সড়কের তেতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহত বাবর আলী (২৯) উপজেলার নজিরপুর পাথরপুজা গ্রামের প্রয়াত খোদা বখসের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন বলেন, বিকাল ৫টার দিকে জেলা সদরের হরিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক আরোহী।
নিহতের নাম রাজু আহমেদ (২৫)। আহত সাগরকে (২৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।