স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই যুবক বাইকে পেট্রোল নিয়ে ফিলিং স্টেশন থেকে বের হয়ে দুর্ঘটনার কবলে পড়েন।
Published : 27 Oct 2024, 12:39 AM
নীলফামারীর জলঢাকায় স্ত্রীকে পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে পৌরশহরে পেট্রোল পাম্প মোড়ের কাছে এ ঘটনা ঘটে বলে জলঢাকা থানার ওসি মো. জাহাঙ্গীর আলম মন্ডল জানান।
নিহত তানজির মেহেদী হাসান তুহিন (২৮) উপজেলা মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী চেয়ারম্যানপাড়া গ্রামের মো. গোলাম আযমের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জাহাঙ্গীর আলম বলেন, তুহিনের স্ত্রী লাভলী খাতুন বিএ (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ।
শনিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা থাকায় দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পরে বাইকে পেট্রোল নেওয়ার জন্য একটি ফিলিং স্টেশনে যান।
সেখান থেকে বাড়ি যাওয়ার পথে সড়কে একটি অটোরিকশা অতিক্রম করতে গিয়ে তার বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ট্রাকের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান তুহিন।
পুলিশ জানায়, খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তানজির মেহেদী হাসান তুহিনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে চালকসহ ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।