নগরীর ছোটবনগ্রাম এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান।
Published : 20 Jan 2025, 01:19 AM
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে নগরীর ছোটবনগ্রাম এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান।
জাকির হোসেন অমির গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার গনীপুরে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগরের ছোটবনগ্রাম এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন।
টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগে ২০২২ সালের ১৯ অক্টোবর তাকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
ওসি মতিয়ার রহমান বলেন, জাকির হোসেন অমিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ডিবির কাছে তদন্তাধীন নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।