একদিন আগে ওই তরুণীকে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 17 Mar 2025, 01:44 PM
যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চারজনের মধ্যে দুইজন ছাত্রদল নেতা; যাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে রোববার বিকালে উপজেলার গদখালী ইউনিয়নের একটি লিচুবাগানে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।
তবে গ্রেপ্তারদের স্বজনদের দাবি, ওই তরুণী চুক্তিতে এসে টাকা কম পাওয়ায় ধর্ষণের অভিযোগ করেছেন।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার পটুয়াপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত (২২), একই এলাকার জাবেদ হোসেন (২৮), আবদুল্লাহ আল মামুন (বাপ্পী) (২১) এবং আমিনুর রহমান (২০)।
তাদের মধ্যে গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (বাপ্পি) ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।
তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
ওসি বাবলুর রহমান বলেন, রোববার বিকালে থানায় ফোনে এক নারী ধর্ষণের অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে (১৯) উদ্ধার করে। তিনি পাশের মনিরামপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
ওই তরুণীর অভিযোগের বরাতে ওসি বলেন, “মেয়েটি বেনাপোলে তার খালার বাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে ফুল কিনতে নামেন। বাজারের ফুল ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে গেলে ওই চারজনের সঙ্গে পরিচয় হয় তার।
“পরে ওই তরুণীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখানোর কথা বলে তাকে পটুয়াপাড়া গ্রামে এক লিচুবাগানে নিয়ে ধর্ষণ করা হয়।”
ওসি বাবলুর রহমান বলেন, পরে ওই তরুণী থানায় অভিযোগ করলে সন্ধ্যায় ওই চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলায় দিয়ে আদালতে পাঠানো হবে।
তবে আটক আমিনুর রহমানের বড় ভাই আরাফাত হোসেন সান বলেন, ওই নারীকে চুক্তিতে এনে টাকা কম দেওয়ার চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করছেন।