“ঘটনাস্থলেই তার ডান পা গুঁড়িয়ে যায়।”
Published : 09 Nov 2024, 03:45 PM
নাটোরে লালপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারীর প্রাণ গেছে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া এ ঘটনা ঘটে বলে লালপুর থানার ওসি মো. নূরুজ্জামান জানান।
নিহত মো. সাগর আলী (২৩) রাজশাহীর পুঠিয়ার মাড়িয়া এলাকার বাসিন্দা।
ফুলবাড়ী এলাকার খেজুর গুড় উপৎপাদনকারী রাকিবুল ইসলাম বলেন, “ঢাকার বাইপাইল এলাকায় থেকে একটি ট্রাকে গুড় জাল দেওয়ার জন্য আমরা কয়েকজন ঝুট নিয়ে আসি।
ঝুট নামানোর সময় হেল্পার ডাইভারকে ট্রাকের সামনে থেকে সিগন্যাল দেওয়ার সময় ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার ডান পা গুঁড়িয়ে যায়।”
তিনি বলেন, “সাগরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার স্বজনেরা মরদেহ বাসায় নিয়ে যায়।”
ওসি নুরুজ্জামান বলেন, “এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”